গ্লাসগো কমনওয়েলথ গেমস ২০২৬ উপলক্ষে আয়োজন
ক্রীড়া প্রতিবেদক :
গ্লাসগোতে অনুষ্ঠিতব্য কমনওয়েলথ গেমস ২০২৬–কে সামনে রেখে আয়োজিত কিং’স ব্যাটন র্যালী আজ ১৭ ডিসেম্বর ২০২৫ ঢাকায় সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এই আন্তর্জাতিক আয়োজনের মাধ্যমে কমনওয়েলথ গেমসের বার্তা, ঐক্য ও ক্রীড়াচেতনার প্রতীক হিসেবে ব্যাটনটি বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানটির আয়োজন করে কমনওয়েলথ গেমস অ্যাসোসিয়েশন বাংলাদেশ এবং বাংলাদেশ বক্সিং ফেডারেশন। আয়োজনে দেশের ক্রীড়া অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাবেক ও বর্তমান ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক, ফেডারেশনের কর্মকর্তাসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কমনওয়েলথ গেমস অ্যাসোসিয়েশন বাংলাদেশের পক্ষ থেকে এম এ কুদ্দুস খান বলেন,কিং’স ব্যাটন র্যালী কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে বন্ধন দৃঢ় করার পাশাপাশি ক্রীড়ার চেতনা ছড়িয়ে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এই র্যালীর মাধ্যমে বাংলাদেশে কমনওয়েলথ গেমস ২০২৬–কে ঘিরে প্রস্তুতি ও আগ্রহ আরও বাড়বে বলে আমরা আশাবাদী।
তিনি আরও জানান, এই ব্যাটন রিলে কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি যুবসমাজকে ক্রীড়ামুখী করা, আন্তর্জাতিক ক্রীড়া আন্দোলনের সঙ্গে বাংলাদেশকে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করা এবং কমনওয়েলথ পরিবারের অংশ হিসেবে দেশের অবস্থান তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
উল্লেখ্য, গ্লাসগো ২০২৬ কমনওয়েলথ গেমস উপলক্ষে বিশ্বের বিভিন্ন কমনওয়েলথভুক্ত দেশে পর্যায়ক্রমে কিং’স ব্যাটন র্যালী অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি দেশে এই ব্যাটন র্যালী সংশ্লিষ্ট দেশের সংস্কৃতি, ক্রীড়া ঐতিহ্য ও জনগণের অংশগ্রহণের মাধ্যমে উদযাপিত হচ্ছে।
বাংলাদেশে এই আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রীড়া অঙ্গনে দেশের সক্রিয় অংশগ্রহণ এবং কমনওয়েলথ গেমস ২০২৬–এর প্রতি সমর্থন ও উৎসাহের প্রতিফলন ঘটেছে বলে আয়োজকরা মনে করছেন।
প্রকাশক, এস এম হৃদয় ইসলাম, সম্পাদক,মাহমুদুল হাসান, নির্বাহী সম্পাদক, মো: আবদুল আলীম, মফস্বল সম্পাদক
মো: মিজানুর রহমান, আইন উপদেষ্টা, এডভোকেট মো: ফয়জুল করিম,
ঠিকানা,:১০/২ গাউসিয়া কাশেম সেন্টার (৯ম তলা) আরামবাগ মতিঝিল বা/এ ঢাকা১০০০। মোবাইল: ০১৫৩৮-২৪২০২৯
© All rights reserved © 2024 71 bangla barta