১৯ টি মোবাইল ও চোর চক্রের সদস্য আটক
লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ
লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার মোবাইল চোর চক্রের সদস্য বাবু মিয়া (৪৫) কে ১৯ টি চোরাই মোবাইলসহ আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার রাত ৩.০০ টায় দিকে কালীগঞ্জ থানার চৌকোস টিম আসামি ও মোবাইল উদ্ধার করেন । শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান, কালিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক। আটক বাবু মিয়া আদিতমারী উপজেলার টেপা পলাশি এলাকার আকবর আলীর ছেলে।
কালিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক জানান, সম্প্রতি উপজেলার কাকিনা বাজার এলাকার রিতু টেলিকম নামে একটি মোবাইলের দোকানে চুরির ঘটনা ঘটে। দোকান থেকে ২৩টির অধিক এ্যানড্রয়েট মোবাইল ফোন ও প্রায় চার লাখ টাকা চুরি হয়। এ ঘটনায় ঐ দোকানের মালিক রেজওয়ান বাবু কালীগঞ্জ থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেন।
এ ব্যাপারে কালীগঞ্জ থানা পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার বিভিন্ন সোর্সের দেয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে বাবু মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে আটক করে। এসময় তার বসতবাড়ি তল্লাশী করে ১৮ টি বাটন ও ১টি এ্যানড্রয়েট মোবাইল ফোন উদ্ধার করা হয়। মোবাইল উদ্ধার করার ও চোরকে আটক করায় বিভিন্ন মহলে প্রশংসায় ভাসছেন কালিগঞ্জ থানা পুলিশ। কালীগঞ্জ উপজেলার সুশীল সমাজের দাবি লালমনিরহাট জেলায় এই প্রথম ব্যতিক্রমধর্মী একটি কাজ দেখিয়েছেন তারা কালিগঞ্জ থানা পুলিশ।
আটক বাবু মিয়া আন্ত চোর চক্রের সদস্য তার নামে পার্শ্ববর্তী নীলফামারী জেলাসহ বিভিন্ন থানায় ৬টির অধিক চুরির মামলা রয়েছে। আটককৃত বাবু মিয়াকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক এস এম হৃদয় ইসলাম নির্বাহী সম্পাদক মো: আবদুল আলীম, প্রধান সম্পাদক সৈয়দ মো: ইউসুফ, বার্তা সম্পাদক, আহসান হাবিব রিপন, মফস্বল সম্পাদক মো: মিজানুর রহমান, আইন উপদেষ্টা, এডভোকেট মো: ফয়জুল করিম, ঠিকানা,:৭৮মতিঝিল বা/এ ঢাকা১০০০। মোবাইল: ০১৫৩৮-২৪২০২৯
© All rights reserved © 2024 71 bangla barta