মোঃ আলমগীর মোল্লা
গাজীপুরের কালীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উপলক্ষে হীরক জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে কালীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উপলক্ষে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকাদের সমন্বয়ে এক আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরে প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে কালীগঞ্জ রাজা রাজেন্দ্র নারায়ণ (আর.আর.এন) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে হীরক জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানে মিলিত হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খন্দকার আব্দুর রউফ এর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষণা করেন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন। হীরক জয়ন্তী ও পুনর্মিলনী কমিটির আহবায়ক সাবরিনা আজাদ ফারুকী, জান্নাতুল ফেরদৌসী, নাদিরা নাসির নিশি, শাহীনা বেগম ও নাবিয়া নাসির নীলা এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন শিক্ষার্থী ও অবসরপ্রাপ্ত শিক্ষিকা আনোয়ারা বেগম, প্রাক্তন শিক্ষার্থী ও বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির অবসরপ্রাপ্ত পরিচালক নুরুন নাহার বেগম।
মধ্যাহৃ বিরতির পর বিদ্যালয়ের প্রতিভাবান শিক্ষার্থীদের নৃত্য, গান ও সাংস্কৃতিক পরিবেশনা হয়। প্রাক্তন শিক্ষার্থীরা তাদের অমূল্য স্মৃতিচারণ করে থাকেন। তারা ফিরে যায় সেই সোনালী দিনে। নির্মল হাসি, স্বপ্ন আর সাফল্যের ভরপুর ছিল প্রাঙ্গণ। এই স্কুলের প্রতি তাদের ভালোবাসা আজও অপরিবর্তিত। তাদের কন্ঠে সেই সব স্মৃতিচারণ হৃদয় স্পর্শ করে। নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার বার্তা।
এক অসাধারণ মুর্হুতের সাক্ষী হতে এ অনুষ্ঠানে আজ সবাই একত্রিত হয়েছে। পরে স্কুলের গুণীজন ও বিশেষ ব্যক্তিদের সম্মাননা প্রদান শেষে সঙ্গীত শিল্পী পথিক নবী ব্যান্ড নিয়ে কনসার্ট অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন বলেন, এই অনুষ্ঠান ক্ষণে ক্ষণে হয় না। এমন একটি অনুষ্ঠানের জন্য বছরের পর অপেক্ষা করতে হয়। আজকে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। এই বিদ্যালয় সরকারিকরণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান রয়েছে।
প্রকাশক ও সম্পাদক এস এম হৃদয় ইসলাম নির্বাহী সম্পাদক মো: আবদুল আলীম, প্রধান সম্পাদক সৈয়দ মো: ইউসুফ, বার্তা সম্পাদক, আহসান হাবিব রিপন, মফস্বল সম্পাদক মো: মিজানুর রহমান, আইন উপদেষ্টা, এডভোকেট মো: ফয়জুল করিম, ঠিকানা,:৭৮মতিঝিল বা/এ ঢাকা১০০০। মোবাইল: ০১৫৩৮-২৪২০২৯
© All rights reserved © 2024 71 bangla barta