কালীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে ব্যবসায়ীকে হত্যা
মোঃ আলমগীর মোল্লা
গাজীপুর জেলা কালীগঞ্জ উপজেলার দূর্বাটি গ্রামে ৩০ এপ্রিল পূর্ব শত্রুতার জের ধরে পলোয়ান বাড়ির মৃত আলাউদ্দিন পালোয়ানের দ্বিতীয় ছেলে ইসমাইল পালোয়ানকে সকাল ১১টার দিকে তোফাজ্জল (৫০), সূফল,(৩৫) এবং তাদের সহযোগীদের নিয়ে নৃশংসভাবে হত্যা করে।
ইসমাইল পালোয়ানের ছোট ভাই আলামিন পালোয়ান সকালে নিজের জমিতে লাগানো ধান কাটতে গেলে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তোফাজ্জল, সুফল এবং আরো কয়েকজন তাকে মারধর করে এবং জমিতে ধান কাটাকে বাঁধা দেয়।
অবস্থা বেগতিক দেখে আলামিন পালোয়ান বাড়ি ফিরে তার বড় ভাই ইসমাইল পালোয়ানকে জমিতে ডেকে নিয়ে গেলে তোফাজ্জল ও সুফলের সাথে কথা কাটাকাটির হয়। একপর্যায়ে তোফাজ্জল, সুফল, নবীল, সাবিনা, শিরিন, মিতু ইসমাইলের উপর আক্রমন করে। এসময় তোফাজ্জলের হাতে থাকা হাতুড়ি দিয়ে ইসমাইলের মাথায় এবং সুফল স্ক্রু ড্রাইভার দিয়ে গলায় এলোপাথাড়ি আঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে চলে যায়। পরে আমিন ও স্থানীয়রা ইসমাইলকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
দুর্বাটি ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোফাজ্জল হোসেন মোমেন আকন্দ বলেন ধানের জমিটি নিয়ে দু পক্ষের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ হত্যাকাণ্ডের ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন বলেন জমি সংক্রান্ত বিরোধের কারণে ইসমাইল পালোয়ান খুন হয়েছে। মামলা পক্রিয়াধীন আছে এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক এস এম হৃদয় ইসলাম নির্বাহী সম্পাদক মো: আবদুল আলীম, প্রধান সম্পাদক সৈয়দ মো: ইউসুফ, বার্তা সম্পাদক, আহসান হাবিব রিপন, মফস্বল সম্পাদক মো: মিজানুর রহমান, আইন উপদেষ্টা, এডভোকেট মো: ফয়জুল করিম, ঠিকানা,:৭৮মতিঝিল বা/এ ঢাকা১০০০। মোবাইল: ০১৫৩৮-২৪২০২৯
© All rights reserved © 2024 71 bangla barta