কাজিরহাটে মহিলা মেম্বারের বিরুদ্ধে জমি দখল ও হুমকির অভিযোগ
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি :
বরিশালের কাজিরহাটের বিদ্যানন্দপুর এলাকায় জমি দখল ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে স্থানীয় মহিলা মেম্বার বিউটি আক্তারের বিরুদ্ধে। ভুক্তভোগী মিজান চৌকিদার অভিযোগ করেন, তার বৈধভাবে ক্রয়কৃত জমি দখলের চেষ্টা চলছে এবং ওই জমি দখল করতে বিউটি আক্তার কথিত সঙ্গীদের সঙ্গে নিয়ে বারবার চাপ সৃষ্টি করছেন।
মিজান চৌকিদার জানান, জমি দখলের চেষ্টার পাশাপাশি তাকে ভয়ভীতি, প্রাণনাশের হুমকি এবং পরিবারের ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে। এতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।
ঘটনার বিষয়ে ভুক্তভোগী আরও দাবি করেন, অভিযুক্ত বিউটি আক্তার স্থানীয়ভাবে আওয়ামী লীগের সক্রিয় কর্মী ছিলেন। তিনি নানা প্রভাব খাটানোর চেষ্টা করছেন এর আগে। এ অবস্থায় তিনি সুষ্ঠু তদন্ত ও আইনের মাধ্যমে সঠিক বিচারের দাবি জানান।
এ বিষয়ে অভিযুক্ত বিউটি আক্তারের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই করতে স্থানীয় প্রশাসনের তদন্ত প্রয়োজন বলে এলাকাবাসীর দাবি। বিস্তারিত দ্বিতীয় পর্বে... চোখ রাখুন ৭১ বাংলা বার্তা
প্রকাশক, এস এম হৃদয় ইসলাম, সম্পাদক,মাহমুদুল হাসান, নির্বাহী সম্পাদক, মো: আবদুল আলীম, মফস্বল সম্পাদক
মো: মিজানুর রহমান, আইন উপদেষ্টা, এডভোকেট মো: ফয়জুল করিম,
ঠিকানা,:১০/২ গাউসিয়া কাশেম সেন্টার (৯ম তলা) আরামবাগ মতিঝিল বা/এ ঢাকা১০০০। মোবাইল: ০১৫৩৮-২৪২০২৯
© All rights reserved © 2024 71 bangla barta