কলাপাড়ায় শিক্ষকদের মধ্যে ফলদ চারা ও মেধাবী সন্তান্দের বৃত্তি প্রদান
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:
কলাপাড়া উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর বৃক্ষরোপণ, বৃক্ষ বিতরণ ও উপবৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১জুলাই) বিকেল পাঁচটায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অডিটোরিয়ামে উপবৃত্তি ও বৃক্ষ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। সংগঠনের সভাপতি নকিব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোহাম্মদ ফারুক, সাধারণ সম্পাদক মুছা তাওহীদ নান্নু মুন্সি,উপজেলা সমবায় অফিসার মো.আব্বাস আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট খন্দকার নাসির উদ্দিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, তারেক আমান সুমন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলাউদ্দিন তালুকদার, সোহরাব হোসেন বিশ্বাস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো.ফখরুল ইসলাম, কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলার কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা এবং প্রাথমিক বিদ্যালয়ের প্রধানগণ এবং সহকারী শিক্ষক বৃন্দ।
এ সময় সমিতির সদস্যদের সন্তান যারা সদ্য এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্তদের প্রত্যেককে দুই হাজার টাকা এবং প্রতিষ্ঠান প্রধান ও সর্বোচ্চ সঞ্চয়ী ৭০ জন শিক্ষক সদস্যকে আম, লেবু, পেয়ারা, আমলকী, জলপাই, চালতাসহ ৬ ধরনের ফলজ চারা উপহার প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে এবিএম মোশাররফ হোসেন বলেন, সমৃদ্ধ জাতী গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। একজন ভালো শিক্ষক একটা উন্নত সমাজ গঠনের কারিগর। তিনি আরও বলেন, তাপবিদ্যুৎসহ মেগা প্রকল্প থেকে এই এলাকা রক্ষা করতে বৃক্ষ রোপণের বিকল্প নেই।
প্রকাশক ও সম্পাদক এস এম হৃদয় ইসলাম নির্বাহী সম্পাদক মো: আবদুল আলীম, প্রধান সম্পাদক সৈয়দ মো: ইউসুফ, বার্তা সম্পাদক, আহসান হাবিব রিপন, মফস্বল সম্পাদক মো: মিজানুর রহমান, আইন উপদেষ্টা, এডভোকেট মো: ফয়জুল করিম, ঠিকানা,:৭৮মতিঝিল বা/এ ঢাকা১০০০। মোবাইল: ০১৫৩৮-২৪২০২৯
© All rights reserved © 2024 71 bangla barta