কলাপাড়ায় বয়স্ক পেশাজীবীদের ১৫ দিনের কুরআন শিক্ষা কার্যক্রম
কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়ায় বয়স্ক পেশাজীবীদের জন্য মাত্র ১৫ দিনে অবিশ্বাস্য সহজ পদ্ধতিতে কুরআন শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার জোহর নামাজ বাদ কলাপাড়া এতিমখানা জামে মসজিদে হাফেজ মাওলানা মোহাম্মদ কাউসার হোসাইন(উদ্ভাবক) মাত্র ১৫ দিনে কুরআন শিক্ষা পরিচালক ই-শিক্ষালয়, এ প্রশিক্ষণ কোর্সের কার্যক্রম শুরু করেন।
'পড়ো তোমার রবের নামে যিনি (সবকিছু) সৃষ্টি করেছেন সূরা ক্বলাম' এই মহতী উদ্যোগ নিয়ে কুরআন শিক্ষা কার্যক্রমে ১১০ জন বয়স্ক পেশাজীবী প্রশিক্ষনার্থী নিয়ে প্রথম দিনের প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। এসব শিক্ষার্থীদের মধ্যে জনপ্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষক, আইনজীবী, ছাত্র ও শ্রমজীবী রয়েছেন।
প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থী খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আবদুল জব্বার বলেন, আলহামদুলিল্লাহ, পবিত্র রমজান মাসে কুরআন শিক্ষার এরকম একটি প্রশিক্ষণ কোর্সে ভর্তি হতে পেরে আমি আনন্দিত। প্রশিক্ষক যথেষ্ট আন্তরিকভাবে প্রশিক্ষণ পরিচালনা করছেন। আশা করছি আমি নির্দিষ্ট সময়ে কুরআন শিক্ষার কোর্স সম্পন্ন করতে পারবো।
প্রশিক্ষণ কোর্স পরিচালনায় সহায়তাকারী মাসুম খান বলেন, রমজান মাসে এরকম একটি মহতী উদ্যোগে শরীক হতে পেরে ভালো লাগছে। মাওলানা কাউসার হোসাইন এর এটি দ্বিতীয় ব্যাচ। এর আগে যারা সফলভাবে সম্পন্ন করেছেন তারা এখন কোরআন শরীফ পড়তে পারছেন।
প্রকাশক ও সম্পাদক এস এম হৃদয় ইসলাম নির্বাহী সম্পাদক মো: আবদুল আলীম, প্রধান সম্পাদক সৈয়দ মো: ইউসুফ, বার্তা সম্পাদক, আহসান হাবিব রিপন, মফস্বল সম্পাদক মো: মিজানুর রহমান, আইন উপদেষ্টা, এডভোকেট মো: ফয়জুল করিম, ঠিকানা,:৭৮মতিঝিল বা/এ ঢাকা১০০০। মোবাইল: ০১৫৩৮-২৪২০২৯
© All rights reserved © 2024 71 bangla barta