কলাপাড়ায় জালপাতাকে কেন্দ্র করে অতর্কিত হামলা, গুরুতর আহত-২
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়ায় পূর্ব শত্রুতার জের এবং জাল পাতাকে কেন্দ্র করে যুবকের উপর হামলার অভিযোগ উঠেছে। রবিবার(৩০ মার্চ) রাত সাড়ে দশটায় দিকে উপজেলার পশ্চিম মধুখালী সিকদার বাড়ির সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। এতে জলিল শিকদারের ছেলে বেলাল শিকদার (৪৫) এর মাথায় গুরুত্ব আঘাতপ্রাপ্ত হয়। এছাড়াও বাচ্চু শিকদার (৩২)এর শরীরের বিভিন্ন অংশ আঘাতপ্রাপ্ত হয়। এ ঘটনায় কলাপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগী ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল ফিতরের চাঁদ রাত দশটার দিকে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের আলমগীর সিকদারের ছেলে বাচ্চু শিকদারের সাথে জালপাতাকে কেন্দ্র করে একই এলাকার মালেক শিকদারের ছেলে জাকির শিকদার (৩৮) এর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে অতর্কিত হামলা চালায় জাকির শিকদার, তার ভাই সবুজ সিকদার(৩৫), ছেলে অলিউল সিকদার(২২), স্ত্রী নিলুফা বেগম(৩০) এবং তাদের আত্নীয় জাকারিয়া(২৫)। বাচ্চুর ডাকচিৎকার শুনে তাকে বাচাতে তার চাচা বেলাল সিকদার এগিয়ে আসলে অভিযুক্তরা তার মাথায় আঘাত করে গুরুতর জখম করে। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য কলাপাড়া হাসপাতালে নিয়ে আসেন।
আহত বাচ্চু সিকদার বলেন, পূর্ব শত্রুতা ছিল। কিন্তু এভাবে হটাৎ পরিকল্পিত ভাবে আক্রমণ করবে বুঝতে পারিনি। আমার সারা গায়ে জখম করেছে। এবং আমার চাচার মাথায় আঘাত করেছে।
আহত বেলাল সিকদার বলেন, আল্লাহর রহমতে এ যাত্রায় বেচেঁ গেছি। কারণ তাদের সাথে আমার কোন দ্বন্দ্ব না থাকলেও হত্যার উদ্দেশ্যেই আমার মাথায় আঘাত করেছেন।আমি তাদের বিচার চাই।
অভিযুক্ত জাকির সিকদারের মোবাইলে কল দিলে অপর অভিযুক্ত তার স্ত্রী নিলুফা বেগম বলেন, বেলাল সিকদার এবং বাচ্চু সিকদার আমাদের আত্নীয়। ঘটনার দিন আমাদের ঝাইল বেড় দিয়ে বাচ্চু সিকদার ঘাস জাল পাতে। এবং চায়না জাল দিয়ে এমনভাবে গড়া দেয় যাতে আমাদের জালে মাছ না আসতে পারে। অভিযুক্ত জাকির সিকদার তাকে জাল সরিয়ে নিতে বলে। না সরালে পরে নিজেই সরিয়ে দেয়।এতে ক্ষিপ্ত হয়ে বাচ্চু সিকদার অকথ্য ভাষায় গালি দেয়। পরে আমার ছেলে অলিউল সিকদার গালি দিতে বারন করলে সে আরও ক্ষিপ্ত হয়। একপর্যায়ে তাদের সাথে দস্তাদস্তি হয়। পরে বাচ্চু সিকদার তার বাড়ির সবাইকে ডাক দিলে বেলাল সিকদারসহ সকলে দা এবং রড নিয়ে এসে আমাদের উপর হামলা করে। অভিযুক্ত জাকির সিকদারের গলা চেপে ধরলে, বাচার জন্য ছুটে আসলে তাদের হাতে থাকা রডের আঘাতে বেলাল সিকদারের মাথা জখম হয়। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক এস এম হৃদয় ইসলাম নির্বাহী সম্পাদক মো: আবদুল আলীম, প্রধান সম্পাদক সৈয়দ মো: ইউসুফ, বার্তা সম্পাদক, আহসান হাবিব রিপন, মফস্বল সম্পাদক মো: মিজানুর রহমান, আইন উপদেষ্টা, এডভোকেট মো: ফয়জুল করিম, ঠিকানা,:৭৮মতিঝিল বা/এ ঢাকা১০০০। মোবাইল: ০১৫৩৮-২৪২০২৯
© All rights reserved © 2024 71 bangla barta