স্টাফ রিপোর্টার:
ঢাকা মহানগরের কদমতলী থানা এলাকার মুরাদপুর মাদ্রাসা রোডে এক নারী ও তাঁর পরিবারের বসতবাড়ি ও দোকান দখলের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, সোমবার (১ ডিসেম্বর ২০২৫) বিকেল ৫টার দিকে সন্ত্রাসী বাহিনী নিয়ে ওই বাড়ি দখল করেন ওহিদুর রহমান ওরফে রানা।
ভুক্তভোগী রানু আক্তার জানান, কদমতলীর মুরাদপুর মাদ্রাসা রোডের ১৬ নম্বর বাড়িতে তাঁর দীর্ঘদিনের বসতবাড়ি ও মালিকানাধীন দোকান জোরপূর্বক দখল করতে আসে প্রায় ৮–১০ জনের একটি দল। এ সময় তাঁদের নেতৃত্বে ছিলেন, মো.ওহিদুর রহমান (রানা), পিতা: আব্দুর রহমান,ইউনুস কাজী, পিতা: শিরু কাজী,সাব্বির কাজী,সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ,কদমতলী থানা।
পিতা: ইউনুস কাজী,সাকিব কাজী, পিতা: ইউনুস কাজী, শাহ্ শাফী,পিতা শাহ্ শেরআলী সিরাজী ও তাঁদের সঙ্গে পরিচয় অজ্ঞাত আরও বেশ কয়েকজন।
ভুক্তভোগী রানু আক্তারের অভিযোগ, দখলচেষ্টার সময় তাঁকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারার পাশাপাশি প্রাণনাশের হুমকি দেওয়া হয়। তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
রানু আক্তার জানান, দখল নিয়ে দীর্ঘদিন ধরে তাঁদের সঙ্গে বিরোধ চলছিল। সাম্প্রতিক এই হামলার পর তিনি ও তাঁর পরিবার তীব্র নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনাটি নিয়ে কদমতলী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি।
স্থানীয়রা জানান, এলাকাটিতে দীর্ঘদিন ধরে জমি–সম্পত্তি নিয়ে উত্তেজনা ও বিভিন্ন বিরোধ রয়েছে। দখলচেষ্টা ও রাজনৈতিক পরিচয়ের অপব্যবহার নিয়ে নাগরিকরা উদ্বেগ প্রকাশ করেছেন।
এবিষয় জানতে অভিযুক্ত ওহিদুর রহমান (রানা)কে মুটোফোনে কল দিলে তাকে পাওয়া যায়নি।
ভুক্তভুগী রানু আক্তার বাদী হয়ে,কদমতলী থানায় একটি অভিযোগ দায়ের করেন।
প্রকাশক, এস এম হৃদয় ইসলাম, সম্পাদক,মাহমুদুল হাসান, নির্বাহী সম্পাদক, মো: আবদুল আলীম, মফস্বল সম্পাদক
মো: মিজানুর রহমান, আইন উপদেষ্টা, এডভোকেট মো: ফয়জুল করিম,
ঠিকানা,:১০/২ গাউসিয়া কাশেম সেন্টার (৯ম তলা) আরামবাগ মতিঝিল বা/এ ঢাকা১০০০। মোবাইল: ০১৫৩৮-২৪২০২৯
© All rights reserved © 2024 71 bangla barta