সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :
জাতীয় রিপোর্টার্স ক্লাব কল্যাণ ট্রাস্টের প্রধান উপদেষ্টা হিসেবে বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক জনাব এম এ কুদ্দুস খান-কে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র প্রদান করা হয়েছে।
আজ ১০ ডিসেম্বর ২০২৫, বুধবার বিকাল ৫টায় রাজধানীর বাংলাদেশ অ্যামাচার বক্সিং ফেডারেশন এর কার্যালয়ে ট্রাস্টের সভাপতি মো: আবদুল আলীম এবং সাধারণ সম্পাদক এস এম হৃদয় ইসলাম তাঁর হাতে পরিচয়পত্র তুলে দেন।
প্রধান উপদেষ্টাকে স্বাগত জানিয়ে তারা সংগঠনের উন্নয়ন, সাংবাদিক কল্যাণ এবং পেশাগত মানোন্নয়নে তাঁর অভিজ্ঞতা ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
জনাব এম এ কুদ্দুস খান ট্রাস্টের চলমান কার্যক্রম সম্পর্কে অবগত হন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন,জাতীয় রিপোর্টার্স ক্লাব কল্যাণ ট্রাস্ট সাংবাদিকদের কল্যাণে ও ট্রাস্ট এর সকল গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডে বিশেষ ভূমিকা রেখে আসছে। সকলের সহযোগিতায় সংগঠনের স্বচ্ছতা, কার্যকারিতা ও মানবিক উদ্যোগ আরও এগিয়ে নেওয়ার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব।
প্রধান উপদেষ্টার যোগদান সংগঠনের কার্যক্রমে নতুন গতি ও দিকনির্দেশনা যোগ করবে। সাধারণ সম্পাদক এস এম হৃদয় ইসলাম জানান, দীর্ঘদিনের একজন অভিজ্ঞ সংগঠক হিসেবে এম এ কুদ্দুস খানের অভিজ্ঞতা ট্রাস্টের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা বিশ্বাস প্রকাশ করেন যে তাঁর নেতৃত্ব ও পরামর্শে জাতীয় রিপোর্টার্স ক্লাব কল্যাণ ট্রাস্ট আগামী দিনে আরও শক্তিশালী, সেবা–মুখী ও সুসংগঠিত প্রতিষ্ঠানে পরিণত হবে।