ঈদের পরদিনও যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া নিচ্ছে বাস মালিকরা
বিশেষ প্রতিনিধি :
আজ ১৮ ই জুন ২০২৪ ইং ঈদ-উল-আযাহার পরের দিন সায়েদাবাদ হানিফ কাউন্টারে ৭০০ থেকে ৮০০ টাকা করে ভাড়া নিচ্ছে। ঢাকা থেকে বরিশাল সবসময় জনপ্রতি ভাড়া ৫০০ টাকা থাকলেও ঈদ- উল-আযাহার পরের দিনও ২০০ থেকে ৩০০ টাকা করে বেশি নিচ্ছে বাস মালিকরা। যাত্রীদের অভিযোগ ঈদের পর দিন কেন ২০০ থেকে ৩০০ টাকা ভাড়া বেশি নিবে? এগুলো দেখার মত কি কেউ নেই? রাজনৈতিক বড় বড় নেতারা ও প্রশাসনের কর্তাব্যক্তিরা বক্তব্যে বলেন, কোনো যাত্রীর কাছ থেকে বেশি ভাড়া নেয়া যাবে না। এক ভুক্তভোগী যাত্রী বলেন, ভোক্তা অধিকার অনেক কিছু নিয়ে কাজ করে, কিন্তুু যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায় করা হয়, এই নিয়ে কোন কাজ করতে তো দেখি না। যাত্রীদের দাবি প্রশাসন ও ভোক্তা অধিকার যেন এবিষয়ে নজর রাখেন। যাত্রীরা বলেন, প্রধানমন্ত্রী ও যোগাযোগ মন্ত্রীর এবিষয়ে জোরালো নজর থাকা দরকার। তা হলে আমাদেরকে বাস ভাড়া আর বেশি দিতে হবে না।
প্রকাশক ও সম্পাদক এস এম হৃদয় ইসলাম নির্বাহী সম্পাদক মো: আবদুল আলীম, প্রধান সম্পাদক সৈয়দ মো: ইউসুফ, বার্তা সম্পাদক, আহসান হাবিব রিপন, মফস্বল সম্পাদক মো: মিজানুর রহমান, আইন উপদেষ্টা, এডভোকেট মো: ফয়জুল করিম, ঠিকানা,:৭৮মতিঝিল বা/এ ঢাকা১০০০। মোবাইল: ০১৫৩৮-২৪২০২৯
© All rights reserved © 2024 71 bangla barta