বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৯ অপরাহ্ন
ঈদুল আযহা উপলক্ষে সকল মুসলমানদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে যুব মুক্তিজোট
নিজস্ব প্রতিবেদন :
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ যুব মুক্তিজোটের কেন্দ্রীয় কমিটির আহবায়ক হৃদয় ইসলাম চুন্নু,বলেন ঈদুল আযহা মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর উদ্দেশে সবকিছু ত্যাগ করে দেওয়ার চেতনা আমাদের মনে জাগ্রত করে। যে শিক্ষা সামাজিক বৈষম্য দূরীকরণ, শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠায় আমাদের অনুপ্রেরণা দেয়। আমরা এমন এক সময় পবিত্র ঈদুল আযহা উদযাপন করতে যাচ্ছি যখন দেশে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, নৈতিকসহ নানা সংকট বিরাজ করছে। ঘুষ, দুর্নীতি, হত্যা, গুম, খুন, সন্ত্রাস, ধর্ষণ, চাঁদাবাজি ইত্যাদি সমাজ জীবনকে অতিষ্ঠ করে তুলছে। চাল, ডাল, আটা, তেল, মাছ, মাংসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েই চলেছে। এমতাবস্থায় দেশের হতদরিদ্র, নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ কষ্টে দিন যাপন করছে।
তাই তিনি প্রত্যাশা করেন ঈদুল আযহা যেন শুধু পশু কোরবানী না হয়ে, সকল অসমতা, হিংসা-বিদ্ধেষের বিরুদ্ধে জেগে উঠে মানবতা, পারস্পরিক সম্প্রীতি। এই ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি, আনন্দ ও সমৃদ্ধি। তিনি দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে; সকলকে ‘ঈদ মোবারক’ জানান।