সারাফাত হোসেন ফাহাদ স্টাফ রিপোর্টার
ঢাকা জেলা জনাব মোঃ আনিসুজ্জামান, পুলিশ সুপার, নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আনোয়ার হোসেন আশুলিয়া থানাধীন বিশমাইল এলাকায় থেকে ১। মোঃ আব্দুর রাজ্জাক (৪২), ২। মাসুম @ ফারুক চৌধুরী (৪৪), ৩। মোঃ কাউছার মিয়া (৩৫), ৪। দেলোয়ার হোসেন (৪০) এবং ৫। মোঃ শাহাদাত (৪৯), দের কে ১০ পোটলা হালুয়া, মলম বানানোর বিভিন্ন সরঞ্জামা এবং ক্যানভাসিং করার জন্য ০২টি বই আজ ৯ই জানুয়ারি ২০২৫ ইং ৫টায় দিকে গ্রেফতার করেন। আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, ১ নং আসামী মোঃ আব্দুর রাজ্জাক (৪২) এর নেতৃত্বে পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবত সাভার, আশুলিয়া এলাকায় যাত্রীদের হালুয়া সেবন করাইয়া ও চোখে বাম লাগাইয়া যাত্রীদেরকে অজ্ঞান করে যাত্রীদের কাছে থাকা টাকা, মোবাইল, স্বর্নালঙ্কার নিয়া যেতো । তাদের সাথে জড়িত আছে সে সংক্রান্তে তদন্ত ও অভিযান অব্যাহত আছে।
তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলার প্রক্রিয়াধীন চলছে।
প্রকাশক ও সম্পাদক এস এম হৃদয় ইসলাম নির্বাহী সম্পাদক মো: আবদুল আলীম, প্রধান সম্পাদক সৈয়দ মো: ইউসুফ, বার্তা সম্পাদক, আহসান হাবিব রিপন, মফস্বল সম্পাদক মো: মিজানুর রহমান, আইন উপদেষ্টা, এডভোকেট মো: ফয়জুল করিম, ঠিকানা,:৭৮মতিঝিল বা/এ ঢাকা১০০০। মোবাইল: ০১৫৩৮-২৪২০২৯
© All rights reserved © 2024 71 bangla barta