আকাশমণির "স্বপ্ন ভাঙার শব্দ হয় না"
আবুল হোসেন সিকদার :
অমর একুশে বইমেলা ২০২৫ প্রকাশিত হয়েছে, মনের কবি প্রেমের কবি আকাশমণির কাব্যগ্রন্থ “স্বপ্ন ভাঙার শব্দ হয় না”। বইটি প্রকাশিত হয়েছে প্রতিভা প্রকাশ থেকে। বইটির প্রচ্ছদ করেছেন শাহাদাত শিবলী। মুদ্রিত মূল্য রাখা হয়েছে ২০০ টাকা। বইটি পাওয়া যাবে প্রকাশনীর শোরুমে, রকমারি এবং বইমেলার স্টলে। স্টল নং ৩২৭,৩২৮,৩২৯
মধুমতী নদীর কোল ঘেঁষা নড়াইলের দেবদুন গ্রামে ৩ জুন ১৯৮০ সালে জন্মগ্রহন করেন কবি আকাশমণি। ছোট বেলায় এসএম সুলতানের চিত্রকর্মে যে অস্পৃশ্য জীবন তিনি দেখেছিলেন, তা মননে যে বোধের জন্ম দিয়েছে, তা-ই তাকে মানুষের যাপন যুদ্ধের আলেখ্য লেখার প্রেরণা দিয়েছে। গ্রাম ছেড়ে বাবার বুটের শব্দের সাথে কৈশোর কেটেছে ক্যান্টনমেন্টে, তখনও তার চিন্তায় লেফট রাইট করেছে মানুষ ও তার ঐতিহাসিক যাতনা যাপন, তার যুদ্ধ সংগ্রাম।
কবি আকাশমনির ৪র্থ কাব্যগ্রন্থ- স্বপ্ন ভাঙার শব্দ হয় না। কবিতাগুলোতে প্রেমের বহুরূপ ভাব বিধৃত হয়েছে। কবি শব্দ চয়নে দক্ষতার পরিচয় দিয়েছেন। সরাসরি প্রেম ও তার রস আস্বাদন করতে পারবে পাঠকগণ। কবি তার শব্দের জালে বন্দি করে পাঠককে এক অলৌকিক জগতে নিয়ে যান।
সেখানে হাসি-কান্না, দুঃখ-বেদনা, প্রেম-বিরহ আর মুগ্ধতায় মোহাচ্ছন্ন করে দেন কবি। কবি আকাশমনির শব্দ, বাক্য, উপমা, চিত্রকল্প কবিতার পাঠককে বিমোহিত করে। এক ধরনের শক্তির যোগান দেয়, যা প্রাণের তৃষ্ণা মিটায়। বইটির অন্য কবিতা পাঠের পূর্বেই বইটির নামই যেনো একটি কবিতা পাঠের তৃপ্তি দেয়। কল্পনার জায়গা করে দেয়। কী দারুণ অদ্ভুত অনুভূতির নাম- স্বপ্ন ভাঙার শব্দ হয় না।
আমরা এমন কবিতাই চাই, যে কবিতা আমাদের পিপাসা মেটাবে। আমাদের আবেগ, আত্মউন্মোচন করবেন। এ গ্রন্থের কবিতাগুলো খুবই মনোমুগ্ধকর। প্রেম, প্রকৃতি, নারী, স্বদেশ, নদী, মাটি বারবার উচ্চারিত হয়েছে কবির কবিতায়।
নিজের কবিতার কথা বলতে গিয়ে আকাশমণি বলেন, একান্ত বাধ্যগতের মত কিছুই হয়নি কবিতা ছাড়া, কবিতাই কবিতা লেখার দায়মুক্তি। বাকিটা আমার পাঠকদের হাতে।
কবির প্রকাশিত কাব্যগ্রন্থ – মেঘঝরা দুপুরে, বৃষ্টির ছন্দে মাটির গন্ধে, ঈশ্বর এ পাড়ায় থাকে না।
প্রকাশক ও সম্পাদক এস এম হৃদয় ইসলাম নির্বাহী সম্পাদক মো: আবদুল আলীম, প্রধান সম্পাদক সৈয়দ মো: ইউসুফ, বার্তা সম্পাদক, আহসান হাবিব রিপন, মফস্বল সম্পাদক মো: মিজানুর রহমান, আইন উপদেষ্টা, এডভোকেট মো: ফয়জুল করিম, ঠিকানা,:৭৮মতিঝিল বা/এ ঢাকা১০০০। মোবাইল: ০১৫৩৮-২৪২০২৯
© All rights reserved © 2024 71 bangla barta