আসমা আক্তার শিলা :
ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইইএবি) এর ৫১ সদস্য বিশিষ্ট নতুন কেন্দ্রীয় নির্বাহী কমিটির শপথ অনুষ্ঠান সফলতার সাথে অনুষ্ঠিত হয়েছে। শপথ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার প্রকৌঃ মোঃ গোলাম মাওলা। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মনোনীত হয়েছেন প্রকৌ: জাহাঙ্গীর আলম তুষার, সিনিয়র সহ-সভাপতি মনোনীত হয়েছেন প্রকৌ: মো: আলতাফ হোসেন, সহ-সভাপতি ( প্রশাসন ও দাপ্তরিক) নির্বাচিত হয়েছেন প্রকৌশলী মোঃ সামছুল আলামিন রিয়েল, সহ-সভাপতি (অর্থ) নির্বাচিত হয়েছেন প্রকৌ: মোঃ লোকমান হোসেন, সহ-সভাপতি (একাডেমিক) পদে মনোনীত হয়েছেন প্রকৌ: মীর সালাত মাহমুদ, সহ-সভাপতি (উন্নয়ন) পদে মনোনীত হয়েছে প্রকৌ: মো: আসিবুল বাশার, সহ-সভাপতি (পরিকল্পনা) পদে মনোনীত হয়েছেন প্রকৌঃ মোঃ আল আমিন খাঁন সুমন, সহ-সভাপতি (আন্ত:সম্পর্ক) পদে মনোনীত হয়েছেন প্রকৌ: মো: রায়হানুল ইসলাম। সাধারণ সম্পাদক হিসেবে প্রকৌ: মো: আলমগীর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে প্রকৌ: মো: সাঈদুর রহমান (রিয়াদ), সহ যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন যথাক্রমে প্রকৌ: মোহাম্মদ সোহাইল ভুঁইয়া, প্রকৌ: মো: রফিকুল ইসলাম, প্রকৌ: শরিফুর রহমান, প্রকৌ: সাদেকুল ইসলাম ফারুক এবং প্রকৌঃ প্রহলাদ সরকার কনিক। অর্থ সম্পাদক হিসেবে প্রকৌ: মো: মেহেদী হাসান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে প্রকৌ: এহেত এনামুল হাসান দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।উল্লেখ্য যে, বর্তমানে শিল্প প্রতিষ্ঠানে/ শিল্প কারখানায়/ বেসরকারী সেক্টরে এবং প্রাইভেট সেক্টরে কর্মরত প্রকৌশলীদের একটি বৃহৎ পেশাজীবি সংগঠন হলো 'ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইইএবি)'। আইইএবি এই সেক্টরে কর্মরত ইঞ্জিনিয়ারদের স্কীল ডেভেলপ করে ইঞ্জিনিয়ারদের ক্যারিয়ার সমৃদ্ধ করতে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের শিল্প প্রতিষ্ঠান / প্রাইভেট প্রতিষ্ঠান / বেসরকারী খাতে কর্মরত এবং শিল্প প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট পেশাজীবি প্রকৌশলীদের সকল ন্যায্য অধিকার, সুবিধা ও অসুবিধা, কল্যাণার্থে, বৈষম্য দূরীকরণের লক্ষ্যে এই সংগঠন কাজ করে যাচ্ছে। আইইএবি বাংলাদেশের সরকারি-বেসরকারি শিল্প প্রতিষ্ঠান ও প্রকৌশল অঙ্গনে কর্মরত প্রকৌশলীদের সমন্বয় করেছে। ইঞ্জিনিয়ারিং টেকনোলজীর সকল টেকনোলজীর ডিপ্লোমা ও গ্রাজুয়েট ইঞ্জিনিয়ারগন এই সংগঠনের সাথে একই পরিবারের অংশ হয়ে যুক্ত থেকে; তাদের মেধা ও শ্রম দিয়ে বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশের শিল্প কারখানাগুলোতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও প্রয়োগ সহজতর করেছে। মোটকথা, আইইএবি এর প্রাইভেট ও শিল্প সেক্টেরে কর্মরত ইঞ্জিনিয়ারগন তাদের মেধা, শ্রম ও প্রযুক্তিগত দক্ষতার মাধ্যমে শিল্প সেক্টরে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে কাজ করে যাচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন এর কমিশনারগণ। আইইএবি এর বর্তমান ও সাবেক জাতীয় স্টিয়ারিং কমিটি এবং জাতীয় প্রেসিডিয়াম কাউন্সিল এর সদস্যগণ ও আইইএবি এর রেজিষ্ট্রার মেম্বারগণ। সকাল ১০:০০ টায় অনুষ্ঠান শুরু হয় এবং বিকাশ ৫:০০ টায় শেষ হয়। ভেন্য: ভূতের আড্ডা রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার, রাজলক্ষী উত্তরা, ঢাকা।
প্রকাশক ও সম্পাদক এস এম হৃদয় ইসলাম নির্বাহী সম্পাদক মো: আবদুল আলীম, প্রধান সম্পাদক সৈয়দ মো: ইউসুফ, বার্তা সম্পাদক, আহসান হাবিব রিপন, মফস্বল সম্পাদক মো: মিজানুর রহমান, আইন উপদেষ্টা, এডভোকেট মো: ফয়জুল করিম, ঠিকানা,:৭৮মতিঝিল বা/এ ঢাকা১০০০। মোবাইল: ০১৫৩৮-২৪২০২৯
© All rights reserved © 2024 71 bangla barta