বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৯ অপরাহ্ন
অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের কবি নজরুল: মুক্তিজোটের সংগঠন প্রদান
হৃদয় ইসলাম :
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে মুক্তিজোটের সংগঠন প্রধান আবু লায়েস মুন্না বলেন নজরুল কবিতাকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা হিসেবে বেছে নেন। তিনি অন্যায়, অত্যাচার ও অবিচারের বিরুদ্ধে নিপীড়িত নির্যাতিত মানুষের মুক্তির কথা বলেছেন।
তিনি আরও বলেন বিংশ শতাব্দীর সূচনা লগ্নে নজরুলের জন্ম যখন বাংলাসহ গোটা উপমহাদেশ ব্রিটিশ পরাধীনতার শৃঙ্খলে বন্দি। তখন নজরুলের ক্ষুরধার লেখনীর স্ফুলিঙ্গ যেমন ব্রিটিশ শাসনের ভিত কাঁপিয়ে দিয়েছিল। তিনিই প্রথম বাঙালি কবি যিনি ব্রিটিশ পরাধীনতা থেকে ভারতকে মুক্ত করার জন্য পূর্ণ স্বাধীনতার আহ্বান জানিয়েছিলেন। রাজদ্রোহের অপরাধে কারাবরণও করেন তিনি। তার আজীবন সাধনা ছিল সমাজের শোষিত ও বঞ্চিত মানুষের অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তি এবং মানুষের সামাজিক মর্যাদার স্বীকৃতি অর্জন।
কবি নজরুল তার স্বল্পকালীন জীবনে রচনা করেছেন প্রেম, প্রকৃতি, বিদ্রোহ ও মানবতার অনবদ্য কবিতা, গান, প্রবন্ধ, গল্প, উপন্যাস ও নাটক। বাংলা ভাষা ও সাহিত্য এবং সঙ্গীত ও সংস্কৃতিতে কাজী নজরুল ইসলামের অবদান স্বাতন্ত্র্য মহিমায় সমুজ্জ্বল। তার কাছে ধর্ম, গোত্র, জাত-কুল, ধনী-গরিব সব শ্রেণির মানুষ ছিল সমান। তার গানে প্রেম ও প্রকৃতি অপরূপ রূপে ধরা দিয়েছে। তাই কবি নজরুল একাধারে সাম্য ও অসাম্প্রদায়িকতার কবি; দ্রোহ ও মানবতার কবি; সত্য-সুন্দর, কল্যাণ ও প্রেমের কবি।
জাতীয় কবির জীবন ও কর্ম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে পড়ুক এমনকি আমাদের কর্ম, চিন্তা ও মননে কাজী নজরুল ইসলামের অবিনশ্বর উপস্থিতি যেন সকল কূপমন্ডকতা এবং প্রতিবন্ধকতা দূর করে একটি অসাম্প্রদায়িক, বৈষম্যহীন, শান্তিপূর্ণ, সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে পারে সে প্রত্যাশায়।