মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:০২ অপরাহ্ন

Headline :
রেজাউল কবির পল এর সাথে ওলামা দলের আহবায়ক ও সদস্য সচিবের সাক্ষাৎ বিশ্ব নবীর আগমন উপলক্ষে জাতীয়তাবাদী ওলামা দলের বিশাল মিছিল শ্রীবরদীতে মেধাবী শিক্ষার্থী সুবর্ণার পাশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয়তাবাদী নবগঠিত আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক আক্তার সিকদারকে ফুলের শুভেচ্ছা জাতীয়তাবাদী ওলামা দল কোতোয়ালী থানার আয়োজনে কর্মী সম্মেলন অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী ১৭৮০পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার কদমতলীতে জামায়াতে ইসলামী কর্তৃক ফ্রি সুন্নতে খাতনা অনুষ্ঠান সাতকানিয়ায় রাজনৈতিক সভা: আপোষহীন জাতীয়তাবাদী সরকার প্রতিষ্ঠার আহ্বান শাহজাহান সম্রাটের জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের আয়োজনে খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী পালিত

মাদারীপুর শিবচরে টাকা ছিনতাই ও খুনের চেষ্টা

Reporter Name / ২১২ Time View
Update Time : মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:০২ অপরাহ্ন

 

রাজু আহমেদ শিবচর মাদারীপুর প্রতিনিধি :

মাদারীপুর শিবচর উপজেলায় ঘটে চলেছে ছিনতাই ও খুনের চেষ্টা শিবচর উপজেলার বন্দর খোলা নামক স্থানে আশরাফুল মাদ্রাসার রাস্তার অপর পাসে পুরাণ স্টান্ডে বট গাছের নিচে রাতের আঁধারে টাকা ছিনতাই ও খুনের চেষ্টা করেন দুর্বৃত্তরা।
আ: সামাদ মিয়া, পিতা: মশারফ মিয়া, সাং : সাড়ে বিশ রশি ,মনোর উদ্দিন মুন্সির কান্দি, আজ ২১/০২/২০২৫ ইং রাত ৮:৪৫ মিনিটে, সামাদ মিয়া তার মুরির কারখানায় সারাদিন বিক্রর জমা কৃত টাকা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলে প্রত্যক্ষ দর্শীরা তার পিছু নায়,বন্দর খোলা আশরাফুল মাদ্রাসার রাস্তার অপর পাসে বন্দর খোলা বড় মোড়ে পৌঁছালে,আমার আমার সাথে শহীদ এসে উল্টা পাল্টা কথা শুরু করে তার কথা না শুনে আমি আমার বাড়ির দিকে রওনা করে সামনে এগিয়ে আসলে ৪-৫ জন এসে রাস্তা আটক করে রাখে, এবং আমার পিছন থেকে এসে শহীদ ও তার সহকর্মীরা মিলে আতঙ্কিত ভাবে দেশীয় অস্ত্র নিয়ে আমার উপরে হামলা করে বসে, দেশীয় অস্ত্র দিয়ে আমার মাথায় আঘাত করলে আমি চোখে কিছু দেখতে পাই না, আমি মাটিতে পড়ে যাই, চার পাঁচ জনে মিলে এলোপাথাড়ি বাড়ি শুরু করে হাতে, পায়ে, পিঠে, কোমরে, কারো হাতে ছিল রোড, স্টিলের পাইপ, চাপাটি, আমাকে আহত করে তিন চার জনে মাটির সাথে চেপে ধরে, তাদেরকে আমি চিনতে পারিনা পরক্ষনে (১) শহীদ হাওলাদার (৪৮) পিতা: দবির হাওলাদার, গ্রাম সাড়ে বিশ রশি, (২) খলিল হাওলাদার (৬০)সাং ঐ (৩)শহীদ হাওলাদারের ভাগিনা আমার পরনের লুঙ্গির পিছনে কোমরের মধ্যে ৬ লক্ষ ৬০ হাজার টাকা ছিল তাহা হাতিয়ে নিয় যায় এবং আমাকে জানে মারার হুমকি দেয়, শহীদ হাওলাদার জমি জমা নিয়ে দালালি ব্যবসা করতো আমার একটি জমি নিয়ে তার সাথে বিরোধ হয় আমাকে সে প্রস্তাব দেয় তার প্রস্তাবে রাজি না হওয়ায় বিগত দিন যাবত মতবিরোধ চলতে থাকে।শহীদ হাওলাদার ও তার সহকর্মীরা বিগত সরকারের সময় লুটতরাজ ও রাহাজারী করে বেরিয়েছে, ফ্যাসিবাদ সরকারের সহায়তা পেয়ে তারা নিরীহ মানুষের উপর নির্মম নির্যাতন ও হয়রানি মূলক কর্মকাণ্ড করে চলেছিল বিগত দিনে, ফ্যাসিবাদ সরকারের ইউপি চেয়ারম্যান ফজলু মুন্সির নেতৃত্বে এসব কর্মকাণ্ড করে বেড়াতো। এরা ছিলো ফজলু মুন্সির পালিত ক্যাডার বাহিনী। ভূমি দখল থেকে শুরু করে জোরপূর্বক টাকা আদায় করে আসছিল।
আজ ও তারা বিভিন্ন নেতা ও কর্মীদের সহায়তা পেয়ে এ ধরনের কার্যকলাপ করে চলেছে।
সামাদ মিয়ার আহাজারী শুনে স্থানীয় জনগণ ঘটনা স্থলে ছুটে এসে দেখেন রক্তাক্ত অবস্থায় সামাদ মিয়া রাস্তায় পড়ে আছে, এলাকার লোকজন চিনতে পেরে তার আত্মীয়-স্বজন দেরকে খবর দেন, সামাদ মিয়ার স্ত্রী ও আত্মীয়-স্বজন এসে তাকে চিকিৎসার জন্য শিবচর সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে নিয়ে যায়,
শিবচর সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে কর্মরত ডাক্তার মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন রোগীর অবস্থা আশঙ্কাজনক দেখে আমরা ঘাবড়ে গেছি, তার মাথায় ক্ষত স্থানের অবস্থা গুরুতর, তাৎক্ষণিক চিকিৎসার জন্য তার মাথায় পাঁচটি সেলাই করা হয়, তার হাতের অবস্থা খুব একটা ভালো না, এ অবস্থায় তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়েছে,
সামাদ মিয়ার স্ত্রী বলেন আগামীকাল ২২ তারিখ সকালে আমার স্বামী কারখানার কাচা মাল ক্রয় করার জন্য ঢাকায় যাবে, কারখানার বিক্রত টাকা এবং জমা ক্রিতো টাকা নিয়ে বাসায় আসার উদ্দেশ্যে রওনা হলে দুর্বৃত্তরা তার উপরে আতঙ্কিত ভাবে হামলা করে। এলাকার স্থানীয় বাসিন্দারা আমাদেরকে মুঠোফোন জানালে, আমরা এসে দেখি আমার স্বামী রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে, তাৎক্ষণিক আমরা তাকে শিবচর সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসার জন্য নিয়ে আসি, পরক্ষণে জানতে পারি শহীদ হাওলাদার ও তার সহযোগীরা এ ঘটনা ঘটায়,সামাদ মিয়া বর্তমান সরকার ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বিচার চেয়ে বলেন বর্তমান সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী এই ঘটনার সত্যতা ও সুষ্ঠু তদন্ত করে দুর্বৃত্তদের আইনের আওতায় এনে তাদের সঠিক সুষ্ঠু বিচার করবেন আমি একান্তভাবে কামনা করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *