শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৯:৪০ পূর্বাহ্ন
হৃদয় ইসলাম :
রাজধানীর ধোলাইপাড় কবরস্থানের সামনে অবস্থিত ওএমএস (ওপেন মার্কেট সেল) ডিলার পয়েন্টে সরকারি চাল ও আটা আত্মসাতের অভিযোগ উঠেছে ডিলার লায়েবুর রহমানের বিরুদ্ধে।
সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিদিন বিকেল ৫টা পর্যন্ত ট্রাক থেকে চাল ও আটা বিক্রির কথা থাকলেও, বুধবার বিকেল ৪টার আগেই অর্ধেকেরও বেশি মালামাল বিক্রি না করেই ট্রাক নিয়ে স্থান ত্যাগ করেন তিনি। এসময় লাইনে অপেক্ষমাণ দরিদ্র ও মধ্যবিত্ত ক্রেতারা ক্ষোভ প্রকাশ করে জানান,আমরা দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে ছিলাম। কিন্তু বিকেল গড়ানোর আগেই ডিলার বিক্রি বন্ধ করে ট্রাক নিয়ে চলে যায়।
ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় এক সাংবাদিক বিষয়টি তদারকি কর্মকর্তা সাইদুল ইসলামকে ফোনে অবহিত করলে, তিনি সঙ্গে সঙ্গে ডিলারকে ট্রাক ফিরিয়ে আনার নির্দেশ দেন। পরে ট্রাক ফিরে এলে বিক্ষুব্ধ ক্রেতারা ডিলারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং চোর বলে গালাগাল দিতে থাকেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে প্রায় ১০–১৫ জন ক্রেতাকে চাল ও আটা দিয়ে ডিলার পুনরায় স্থান ত্যাগ করেন।
এ সময় সাংবাদিকের প্রতি ক্ষিপ্ত হয়ে ডিলার লায়েবুর রহমান তার কলার ধরে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং প্রকাশ্যে হুমকি দিয়ে বলেন,
আমি সব মাল বাহিরে বিক্রি করে ফেলব, তোর কি,বিষয়টি নিয়ে সন্ধ্যা ৭টার দিকে তদারকি কর্মকর্তা সাইদুল ইসলামকে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান,
এখনও অতিরিক্ত মালগুলোর ব্যালেন্স দেখানো হয়নি। তবে নিয়ম অনুযায়ী প্রতিদিন বিকেল ৫টার মধ্যে খাতায় স্বাক্ষর ও হিসাব জমা দেওয়া বাধ্যতামূলক — যা ওই দিন করা হয়নি।
স্থানীয়দের অভিযোগ, ডিলার ও তদারকি কর্মকর্তার যোগসাজশে সরকারি খাদ্যপণ্য কালোবাজারে বিক্রি করা হচ্ছে, ফলে প্রকৃত দরিদ্ররা সরকারি সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন।
এলাকাবাসীর দাবি,ঘটনার নিরপেক্ষ তদন্ত করে ডিলার লায়েবুর রহমানের ডিলারশিপ স্থগিত বা বাতিল করা হোক, এবং তদারকি কর্মকর্তা সাইদুল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক। এসব চোরাই চাল ও আটা জুরাইন বালুর মাঠ বাজারে বিক্রি করা হয়। অনুসন্ধান চলছে দ্বিতীয় পর্বে চোরাই চাল ও আটা ক্রয়কারীর নাম সহ প্রকাশ করা হবে।এবং সাংবাদিককে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধনের প্রক্রিয়া চলছে।
এবিষয়ে এআরও ডি ১ এর কর্মকর্তা শহিদুল ইসলামের কাছে মুঠোফোন জানতে চাইলে, তিনি বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।